শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্বাস নীলগঞ্জ একই গ্রামের বাসিন্দা জোনাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আব্বাসের বাবা আলীর সঙ্গে তার ভাতিজা (ভাইয়ের ছেলে) শামিম খলিফার জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার ভোরে শামিম তার লোকজন নিয়ে আব্বাসের দখলে থাকা সেই জমি দখল নিতে যান। এসময় আব্বাস তাদের বাধা দিলে প্রতিপক্ষ তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে। এ অবস্থায় আব্বাসকে উদ্ধারে এগিয়ে গেলে স্বজনদেরও পিটিয়ে আহত করা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার পর আব্বাসকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া এ ঘটনায় শামিমের সহযোগী সুমন মিয়া, বেল্লাল গাজী ও লাইজু বেগমকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসআরএস