ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ার শিবগঞ্জ থেকে ৩০০ বস্তা চোরাই ফিড উদ্ধার

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বগুড়ার শিবগঞ্জ থেকে ৩০০ বস্তা চোরাই ফিড উদ্ধার বগুড়া জেলার মানচিত্র

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব বাজারে মেসার্স রিয়া অ্যান্ড মোমিন ট্রেডার্সের গোডাউন থেকে ৩০০ বস্তা চোরাই ফিড (মাছ-মুরগির খাবার) জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

পুলিশের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চোরাই ফিডের বস্তাগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাব্বী ট্রান্সপোর্ট ফিড কোম্পানির মালিক সিরাজুল ইসলাম ট্রাকের মাধ্যমে ৩০০ বস্তা ফিড বগুড়ার বনানিতে একটি পার্টির কাছে পাঠান।

বগুড়া শেরপুর উপজেলায় ট্রাক ড্রাইভার মোস্তফার মাধ্যমে বগুড়ার বনানিতে উক্ত ফিড পৌঁছে দেওয়ার কথা থাকলেও ট্রাক ড্রাইভার বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের খড়কোনা গ্রামের মেসার্স রিয়া অ্যান্ড মোমিন ট্রেডার্সের মালিকের কাছে কম মূল্যে তা বিক্রয় করে দেয়।

এ ব্যপারে গাজীপুরের শ্রীপুর থানায় রাব্বী ট্রান্সপোর্ট ফিড কোম্পানির মালিক সিরাজুল ইসলামের করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গাজীপুর জেলার শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে এক অভিযান চালানো হয়। পরে সেখান থেকে উদ্ধার করা হয় চোরাই ফিডের বস্তাগুলো।

ট্রাক ড্রাইভার ও মেসার্স রিয়া অ্যান্ড মোমিন ট্রেডার্সের মালিক আব্দুর রহমানকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
কেইউএ/এইচইডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।