শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সেলিম ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন বাংলানিউজকে জানান, ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের তেলবাহী লরির ট্যাংক ছিদ্র হলে তা পাশের ওয়ার্কশপে ওয়েল্ডিং করতে দেওয়া হয়। ওয়ার্কশপের মালিক সেলিম ওয়েল্ডিং করার সময় লরির ট্যাংক বিস্ফোরণ হয়। এতে সেলিম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিমের মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এনটি