ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ধুনটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-চিকাশী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- ধুনটের বিলচাপড়ি গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে রায়হান (৩৫) ও গোসাইবাড়ি গ্রামের মঞ্জুর ছেলে মাহী (১৪)।

আহত বিপ্লবের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সকালে ধুনট-চিকাশী সড়কের পোড়াডহরী এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় মোটরসাইকেলের আরোহী রায়হান, মাহী ও বিপ্লব গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হান ও মাহীর মৃত্যু হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। বিপ্লব নামে একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।