শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-চিকাশী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- ধুনটের বিলচাপড়ি গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে রায়হান (৩৫) ও গোসাইবাড়ি গ্রামের মঞ্জুর ছেলে মাহী (১৪)।
জানা গেছে, সকালে ধুনট-চিকাশী সড়কের পোড়াডহরী এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় মোটরসাইকেলের আরোহী রায়হান, মাহী ও বিপ্লব গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হান ও মাহীর মৃত্যু হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। বিপ্লব নামে একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
কেইউএ/আরবি/