শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুনির হোসেনের সভাপতিত্ব এবং মো. জাহিরুল ইসলাম জাফরের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি জনাব শাহীনুর আক্তার।
সংবাদ সম্মেলনের শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- এইচ বি এম আছাদুজ্জামান, আমিনুল হক, অজিত পাল, এনামুল হক, সঞ্জয় কুমার দাস, এম এম সারোয়ার, মোস্তফা জামাল উদ্দিন, আব্দুর রব লাবু, মনিরুজ্জামান, জাকির হোসেন, আব্দুর রউফ শাহীন প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যা সহকারী শিক্ষকদের কাম্য নয়।
এসময় আগামী ২৪ অক্টোবরের মধ্যে সরকারকে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে ১১তম গ্রেড বাস্তবায়ন করার আহ্বান জানান নেতারা। অন্যথায় ২৫ অক্টোবরে অনুষ্ঠেয় ঢাকার মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরকেআর/এসএ