শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীতে বিসিএস ক্যাডারদের ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন অনেকের প্রশ্ন ছিল, পাকিস্তান ভেঙে তার চেয়ে খারাপ কোনো রাষ্ট্র যেন না হয়।
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন বাংলাদেশের সঙ্গে তুলনা করার মতো কোনো দেশ দক্ষিণ এশিয়ায় নেই। এখানে বাংলাদেশের মতো উন্নত দেশ খুঁজে পাবেন না। এ দেশের জিডিপির ধারে কাছেও নেই এ অঞ্চলের কোনো দেশ। এখন ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যায় না। কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় মানুষ এখন কল-কারখানায় চাকরি করে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করে মানুষ ৮০০ টাকা পায়। আবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করে ৬০০ টাকা পায়। মাস শেষে ৩৫-৩৬ হাজার টাকা পায়, দেশে কর্মসংস্থান আছে বলেই তো এত টাকা পায়।
‘এই যে পরিবর্তন হয়েছে, সেটা উপলব্ধি করতে হবে। আমরা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করতে চাই। সেজন্য সবাইকে কাজ করতে হবে। আশা করি উন্নয়নের এ ধারা সবার ঐকান্তিক প্রচেষ্টায় আরও বেগবান হবে। ’
রাজশাহী পোস্টাল একাডেমিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয়ের সচিব অশোক বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্টাল একাডেমির অতিরিক্ত সচিব মুনির হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক, রাজশাহী পোস্টাল একাডেমীর অধ্যক্ষ সিরাজ উদ্দিন।
৬ মাসব্যাপী এ কোর্সে ৪৫ জন অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসএস/এইচএডি