ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকিস্তানকে অতিক্রম করেছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
পাকিস্তানকে অতিক্রম করেছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার রাজশাহীতে বিসিএস ক্যাডারদের ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

রাজশাহী: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগে পাকিস্তানের এক টাকা সমান বাংলাদেশের দুই টাকা ছিল। এখন বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের দুই টাকা। ২০১৯ সালে এসে প্রতিটা ক্ষেত্রেই পাকিস্তানকে অতিক্রম করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীতে বিসিএস ক্যাডারদের ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন অনেকের প্রশ্ন ছিল, পাকিস্তান ভেঙে তার চেয়ে খারাপ কোনো রাষ্ট্র যেন না হয়।

তাহলে আজকের প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতো, পাকিস্তান ভেঙে আমাদের এ কেমন রাষ্ট্র উপহার দিলা। কিন্তু আজ বলতে পারি- বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। আর তার কন্যার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ এখন সম্মানের রাষ্ট্র। নতুন প্রজন্মকে আমরা বলতে পারছি, তোমাদের জন্য একটা সুন্দর দেশ উপহার দিতে পেরেছি।

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন বাংলাদেশের সঙ্গে তুলনা করার মতো কোনো দেশ দক্ষিণ এশিয়ায় নেই। এখানে বাংলাদেশের মতো উন্নত দেশ খুঁজে পাবেন না। এ দেশের জিডিপির ধারে কাছেও নেই এ অঞ্চলের কোনো দেশ। এখন ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যায় না। কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় মানুষ এখন কল-কারখানায় চাকরি করে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করে মানুষ ৮০০ টাকা পায়। আবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করে ৬০০ টাকা পায়। মাস শেষে ৩৫-৩৬ হাজার টাকা পায়, দেশে কর্মসংস্থান আছে বলেই তো এত টাকা পায়।

‘এই যে পরিবর্তন হয়েছে, সেটা উপলব্ধি করতে হবে। আমরা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করতে চাই। সেজন্য সবাইকে কাজ করতে হবে। আশা করি উন্নয়নের এ ধারা সবার ঐকান্তিক প্রচেষ্টায় আরও বেগবান হবে। ’

রাজশাহী পোস্টাল একাডেমিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয়ের সচিব অশোক বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্টাল একাডেমির অতিরিক্ত সচিব মুনির হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক, রাজশাহী পোস্টাল একাডেমীর অধ্যক্ষ সিরাজ উদ্দিন।

৬ মাসব্যাপী এ কোর্সে ৪৫ জন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।