ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ৭৯০ বোতল ফেনসিডিল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
পিরোজপুরে ৭৯০ বোতল ফেনসিডিল জব্দ

পিরোজপুর: পিরাজপুরে একটি প্রাইভেটকার থেকে ৭৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বাইপাস এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয়।

পিরাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বাংলানিউজকে জানান, ওই গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়

দকবিক্রেতারা। পরে গাড়িটিতে তল্লাশি করে ৭৯০ বোতল ফেনসিডিলগুলো জব্দ করা হয়। জুড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।