শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সৈয়দপুর উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মুচিরহাটের আবু বক্কর সিদ্দিকের ছেলে শাহিন হোসেন (২০), বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ির মহসিন আলীর ছেলে আল-আমিন (৩৫), পৌরসভা এলাকা কাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে সজিব হোসেন (২২) ও একই পাড়ার মৃত শওকত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে ওই স্টেশনের কাছে মুখোমুখি দুই প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চারজন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে আহতদের মধ্যে সজিব ও আল-আমিনের অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসআরএস