ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

র‌্যাবের জঙ্গিবিরোধী কমান্ডো মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
র‌্যাবের জঙ্গিবিরোধী কমান্ডো মহড়া

ঢাকা: জঙ্গি অভিযানে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর বনানীতে নরডিক হোটেলে কমান্ডো মহড়া পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মহড়ায় র‌্যাবের স্নাইপার ও কমান্ডো টিমসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জঙ্গিবিরোধী মহড়াটি শুরু হয়।

মহড়ার শুরুতে একটি হলুদ রংয়ের ট্যাক্সিক্যাবে করে একজন নারী জঙ্গিসহ চারজন জঙ্গি নরডিক হোটেলে ঢুকেন।

তার আগে থেকেই হোটেলটিতে জঙ্গিদের আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিলেন। জঙ্গিদের আমিরকে র‌্যাবের হাত থেকে ছেড়ে দেওয়ার জন্য হোটেলের সবাইকে জিম্মি করে জঙ্গিরা। তারা দাবি জানায়, আমিরকে ছেড়ে না দিলে হোটেলের দেশি-বিদেশিদের মেরে ফেলা হবে।

জিম্মিদের একজনের আত্মীয় র‌্যাবের কন্ট্রোলরুমে ফোন দিয়ে বিস্তারিত জানায়। খবর পেয়ে হোটেলটিতে অভিযানে নামেন র‌্যাব সদস্যরা।

প্রতীকী এ অভিযানের প্রথমে র‌্যাবের স্নাইপার টিম মূলরাস্তা দিয়ে গিয়ে পজিশন নেয়। এসময় হোটেলের সামনে কয়েকটি গ্যাস বোমা নিক্ষেপ করা হয়। জঙ্গিদের বিভ্রান্ত করতে তিন দিক থেকে একইসঙ্গে অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে হেলিকপ্টারে করে ওই হোটেলের পাশের ভবনে নামেন র‌্যাবের কমান্ডো দলের সদস্যরা। জঙ্গিরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখানে ঢুকে কমান্ডো ও স্নাইপার টিম। ২০ মিনিটের অভিযান শেষে জঙ্গিদের সবাই নিহত হন এবং হোটেলের সবাইকে জীবিত উদ্ধার করা হয়। বক্তব্য রাখছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।  ছবি: বাংলানিউজমহড়া শেষে হোটেল থেকে বের হয়ে র‌্যাবের কমান্ডো টিম ‘ভি’ চিহ্ন দেখায়।

অন্যদিকে মহড়া শেষে সংবাদিকদের অভিযানের বিষয়ে ব্রিফ করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, যেকোনো ধরনের জঙ্গিবাদ মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। জঙ্গিদের সবধরনের হামলা গুড়িয়ে দেওয়ার জন্যও তারা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।