শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মী কামাল হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে মানিকখালী খালে ঘাট থেকে পড়ে নিখোঁজ হয় শিশুটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করলেও তার কোনো সন্ধান মেলেনি। তবে শিশুটির সন্ধানে বরিশাল থেকে উচ্চ পর্যায়ের ডুবুরি দল রওয়ানা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসআরএস