ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা: রাজধানীর শাহজাদপুরে বাসের ধাক্কায় কবির হোসেন (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা শাহ পরান (২৪)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কবিরকে রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

কবির চাঁদপুরের উত্তর মতলব উপজেলার মকবিল হোসেনের ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন।  

হাসপাতালে আহত শাহ পরান বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে তার মামা কবির ও তিনি মোটরসাইকেলে করে শাহজাদপুর হয়ে কুড়িলের দিকে যাচ্ছিলেন। এসময় একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার মামা কবিরকে মৃত ঘোষণা করেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।