গত ৪ সেপ্টেম্বর এ ঘটনার পর আহত ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মারা যান।
নিহত বাচ্চু মৃধা শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের উত্তর পাটকান্দি গ্রামের মৃত জয়নাল মৃধার ছেলে।
নিহতের ভাই রুবেল জানান, বাচ্চু মৃধার শ্বশুর ইনসান মোল্লার সঙ্গে পাশের বাড়ির একাব্বর মোল্লার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিবেশী সালাম ফরাজীর বাড়িতে সালিশ বৈঠক বসে।
সালিশের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে বাচ্চু মৃধা গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী পারুল বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছিল। ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমআইএইচ/এএ