ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শিবচরে সালিশ বৈঠকে পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
শিবচরে সালিশ বৈঠকে পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

মাদারীপুর: জেলার শিবচরে একটি সালিশ বৈঠকে কথা কাটাকাটির জের ধরে বাচ্চু মৃধা (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর ২৩ দিনের মাথায় তার মৃত্যু হয়েছে। 

গত ৪ সেপ্টেম্বর এ ঘটনার পর আহত ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মারা যান।

নিহত বাচ্চু মৃধা শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের উত্তর পাটকান্দি গ্রামের মৃত জয়নাল মৃধার ছেলে।

তিনি সন্ন্যাসীরচর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।

নিহতের ভাই রুবেল জানান, বাচ্চু মৃধার শ্বশুর ইনসান মোল্লার সঙ্গে পাশের বাড়ির একাব্বর মোল্লার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিবেশী সালাম ফরাজীর বাড়িতে সালিশ বৈঠক বসে।  

সালিশের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে বাচ্চু মৃধা গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী পারুল বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছিল। ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।