ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

চাটখিলে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
চাটখিলে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

নোয়াখালী: জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। 

গ্রেফতাররা হলেন- মেহেদী হাসান জয় (২১) ও শাহজাহান (১৯)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গ্রেফতারদের চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

এরআগে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।  

মেহেদী হাসান চাটখিলের ঘাসিপুর গ্রামে আত্মগোপনে ছিলেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিট জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মেহেদী ও শাহজাহানকে দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করছিল। বৃহস্পতিবার রাতে তাদের চাটখিলের নোয়াখলা ইউনিয়ন থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জঙ্গি হামলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।