গ্রেফতাররা হলেন- মেহেদী হাসান জয় (২১) ও শাহজাহান (১৯)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গ্রেফতারদের চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরআগে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান চাটখিলের ঘাসিপুর গ্রামে আত্মগোপনে ছিলেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিট জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মেহেদী ও শাহজাহানকে দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করছিল। বৃহস্পতিবার রাতে তাদের চাটখিলের নোয়াখলা ইউনিয়ন থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জঙ্গি হামলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমআইএইচ/এএ