ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সালথায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
সালথায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু  

ফরিদপুর: জেলার সালথা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক পথচারী। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুকরা বাজার সংলগ্ন বাগবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।  

এতে আহত হয়েছেন মোটরসাইকেলের চালক হাসান মিয়া (৩৫) ও আরোহী মো. রাসেল (৩০)।

আহত হাসান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের বাড়ি উপজেলার ভাওয়াল ও জুগারদিয়া গ্রামে।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সালথা স্টেশন অফিসার এসএম সিদ্দিক হোসেন জানান, হাসান ও রাসেল মোটরসাইকেল যোগে সালথার সোনাপুর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন।  

মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক পথচারী ওই স্থানে এলোমেলোভাবে চলাচল করায় মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দু'জনসহ ওই পথচারী আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।