শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুকরা বাজার সংলগ্ন বাগবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন মোটরসাইকেলের চালক হাসান মিয়া (৩৫) ও আরোহী মো. রাসেল (৩০)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সালথা স্টেশন অফিসার এসএম সিদ্দিক হোসেন জানান, হাসান ও রাসেল মোটরসাইকেল যোগে সালথার সোনাপুর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন।
মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক পথচারী ওই স্থানে এলোমেলোভাবে চলাচল করায় মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দু'জনসহ ওই পথচারী আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমআইএইচ/এএ