ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মধুপুরে এক শিশুর বিয়ে ঠেকালো পুলিশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
মধুপুরে এক শিশুর বিয়ে ঠেকালো পুলিশ প্রতীকী ছবি

মধুপুর (টাঙ্গাইল): জেলার মধুপুর উপজেলায় পুলিশের দৃঢ়তায় মীম নামে ১১ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বোয়ালী ব্রিজ পাড়ের কাছে মফিজ উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে পুলিশ তার মেয়ের বিয়ে ঠেকিয়ে দেয়। মীম স্থানীয় মাদ্রাসার নূরানি শাখার ছাত্রী।

মীমের বিয়ে হচ্ছিল পাশের উপজেলার কুড়িপাইকা গ্রামে ছেলে মাদ্রাসার ছাত্র আল আমিনের সঙ্গে। মধুপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেলের নেতৃত্বে অভিযানে বিয়ের সব আয়োজন পণ্ড হয়ে যায়।

এএসআই সোহেল জানান, প্রশাসনের কাছে খবরটি আসার সঙ্গে সঙ্গে পুলিশকে অভিযানের নির্দেশ দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে কনের বাবা-মা মেয়েকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।