ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বানারীপাড়া থেকে ৬ জুয়াড়ি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
বানারীপাড়া থেকে ৬ জুয়াড়ি আটক

বরিশাল:  বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের একটি লাকড়ির দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই এলাকার বাসিন্দা আ. মান্নান হাওলাদার (৩৮), ইস্রাফিল ঘরামি (৪২), আ. রাজ্জাক হাওলাদার (৩১), ফকরুল ইসলাম হাওলাদার (৪০), খলিলুর রহমান বেপারী (৩৪) ও শাহাদাৎ হোসেন (৩৪)।



তারা তাসের নামে জুয়া খেলছিল। এসময় তাদের কাছ থেকে সাত হাজার ৮শ টাকা ও দুই জোড়া তাস উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।