শনিবার (২৮ সেপ্টম্বর) ভোরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারেফ হোসেন দৌলতখান উপজেলার বাসিন্দা এবং সাবেক ভাইস চেয়ারম্যান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মোশারেফ ভোরে মোটরসাইকেল চালিয়ে ভোলা শহরের দিকে আসছিলেন। পথে কমরউদ্দিন এলাকায় বিপরীত দিক থকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএ