শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বিশ্বাস শ্রীপুরের চন্দ্রপাড়া গ্রামের এবাদত বিশ্বাসের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, রাতে মোটরসাইকেলে করে শাওন ও তার বন্ধু লিটন শ্রীপুর উপজেলা সদর চন্দ্রপাড়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দ্বারিয়াপুর এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের অপর আরোহী লিটন। তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএ