ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় মানিকখালী খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
পাথরঘাটায় মানিকখালী খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী খালের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর ইসমাইল হোসেন (৪) নামে সেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ওই খালের একটি গোপজালে পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ওই খালের পানিতে পড়ে নিখোঁজ ছিল সে।

ইসমাইল মানিকখালী গ্রামের মো. ইব্রাহীম সিকদারের ছেলে।

বাংলানিউজকে শিশুটির বাবা মো. ইব্রাহীম জানান, শুক্রবার বিকেলে বাড়ির সামনে মানিকখালী খালের পাড়ে ঘাটলায় নেমে পানিতে ডুবে যায় ইসমাইল। সেসময় সেখানে থাকা এক নারী দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে উদ্ধার করার চেস্টা করে। পরে না পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। কিন্তু তারা না পেয়ে বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে তারাও উদ্ধারের জন্য পাথরঘাটায় আসেন। শনিবার ভোরে ইসমাইলের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি গোপজালে পেঁচানো অবস্থায় লিটন নামে এক ব্যক্তি ইসমাইলের মরদেহ উদ্ধার করেন।  

পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মী কামাল হোসেন বাংলানিউজকে জানান, শনিবার দ্বিতীয় বারের অভিযান শুরু করার আগেই গোপজালে পেঁচানো অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার হয়েছে।

** পাথরঘাটায় মানিকখালী খালে পড়ে শিশু নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।