শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১২।
আটকরা হলেন- পাবনার ভাঙ্গুরা থানার জয়রামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আয়নাল হকের ছেলে জহুরুল ইসলাম (৪০) ও শ্রীপুর গ্রামের আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে মাসুদ রানা (২৮)।
র্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড ও নগদ আট হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসআরএস