শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি পুলিশ ক্যাম্পের পার্শ্ববর্তী ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দোলা পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আনন্দনগর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতের খাওয়ার খেয়ে আলাদা ঘরে ঘুমাতে যায় দোলা। শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তার ঘরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে এ আত্মহত্যা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমআরএম/আরবি/