শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোলাপ একই গ্রামের বাসিন্দা।
আড়বাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তাফা বাংলানিউজকে জানান, শুক্রবার দিনগত রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন গোলাপ। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশে গেলে বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে ঝাড়ফুঁক করার পর লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরার্মশ দেন। পরে রাতেই সেখান থেকে তাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসআরএস