শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের হারুয়া টপটেন গলি এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। জয়নব বিবি ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী।
পুলিশ জানান, সকালে নিজের ঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন জয়নব বিবি। এ সময় ৪-৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী দল বাসার দেয়াল টপকে বাসায় ঢোকে। পরে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা জয়নব বিবিকে কুপিয়ে হত্যা করে। তখন তার ছেলে দেলোয়ার এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার ওপরও চড়াও হয়। আশংকাজনক অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এনটি