মঙ্গলবার (১ অক্টবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন খাঁ বাড়ি মোড়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার দেলোয়ার ও খাঁ বাড়ি এলাকার রাসেল দেশি অস্ত্র হাতে নিয়ে খাঁ বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে পালিয়ে যায়। গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি সূত্র জানায়, সম্প্রতি ওই এলাকায় দু’টি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত এক সপ্তাহ আগেও খাঁ বাড়ি সংলগ্ন সরদার পাড়া এলাকায় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দেলোয়ার নামের এক যুবক জখম হন। ঘটনা কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ আরও ছড়িয়ে পড়ে। মঙ্গলবারও গ্রুপ দু’টি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাকিলুজ্জামান বাংলানিউজকে বলেন, এলাকায় প্রভাব বিস্তার কেন্দ্র করে শহিদুল ইসলাম রাসেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে মহানগরীর সোনাডাঙ্গায় মহিদুল ইসলাম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়াও শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বখাটে যুবকরা রূপসা উপজেলার বাগমারা গ্রামে ব্রাইট সি ফুডসের সামনে সারজিল ইসলাম সংগ্রাম কুপিয়ে হত্যা করে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমআরএম/এএ