মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়।
এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু ক্যাং ইল। এছাড়া ঢাকায় দেশের কূটনীতিকরা উদযাপনে অংশ নেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ সবসময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে খুব গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে। বাংলাদেশ কোরিয়াকে তার পাশে পেয়েছে। চলতি বছরের জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন এক মাত্রায় পৌঁছেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন। যেখানে আমরা অনেকখানি এগিয়ে গেছি। আর এতে আমাদের পাশে আছে দক্ষিণ কোরিয়া। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও দ্বিপক্ষীয় উন্নয়নের মধ্য দিয়ে দু’দেশের এ সম্পর্ক আরও দৃঢ় হবে। হু ক্যাং ইল বলেন, বাংলাদেশ বিগত ১০ বছরে অর্থনীতিতে দারুন সফলতা অর্জন করেছে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি প্রশংসা জানাই। তার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আমরা আশা রাখি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের ৪৬তম দিবস উদযাপন হচ্ছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা প্রথম দেশ এবং এখন পর্যন্ত অন্যতম। আমরা এখন আইসিটি নিয়ে আগ্রহী। বাণিজ্য-বিনিয়োগ উন্নয়নে বাংলাদেশের আন্তরিক বন্ধু হিসেবে কোরিয়া সবসময় পাশে থাকবে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসএইচএস/আরবি/