মঙ্গলবার (১ অক্টোবর) রাতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোজাম্মেল একই ইউনিয়নের সাতভেন্ডি গ্রামের সমশের আলীর ছেলে।
পুলিশ জানায়, রাতে জেলার সাকোয়া ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে বাড়ি দিকে যাচ্ছিলেন মোজাম্মেল ও ইব্রাহীম। পথে ওই এলাকায় ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন মোজাম্মেল। গুরুতর আহত হন চালক ইব্রাহীম। স্থানয়ীরা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এসআরএস