এ গ্রুপের মাধ্যমে মহানগর পুলিশের যেকোনো ঘোষণা, টহল পুলিশের কার্যক্রম ও তাদের বিষয়ে তথ্য বা ছবি সহজেই পৌঁছে দেওয়া যাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। এছাড়া, যেকোনো এলাকায় অপরাধ রোধে ব্যবহার করা যাবে এই গ্রুপটি।
সাম্প্রতি খোলা এই গ্রুপে জনগণের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার। তিনি বলেছেন, সামাজিক ও প্রশাসনিক সম্মিলিত প্রয়াস ‘নিরাপদ বরিশাল’। নগরীতে সংঘটিত যেকোনো অন্যায়-অপরাধ সম্পর্কে গোপনে অথবা প্রকাশ্যে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করুন। আইনশৃংখলা সংক্রান্ত যেকোনো অভিযোগ, এমনকি তা পুলিশের বিরুদ্ধে হলেও এ গ্রুপের মাধ্যমে নজরে আনুন। আপনার সুনির্দিষ্ট মতামত-পরামর্শ দিয়ে সহায়তা করুন। জনতাই পুলিশ, পুলিশই জনতা- এই মূলমন্ত্রে জনগণ ও পুলিশের সম্মিলিত প্রয়াসে গড়ে উঠুক জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ বরিশাল।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমএস/একে