লঞ্চ চলাচল শুরু। (ফাইল ফটো)
মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া পয়েন্টে ঘূর্ণিপাকের সৃষ্টি হচ্ছিল।
সে কারণে লঞ্চের মাস্টাররা তীরে আসতে সাহস না পাওয়ায় সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার পান্না লাল নন্দী বাংলানিউজকে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।