ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে রাজি মিয়ানমার  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে রাজি মিয়ানমার   ব্রিফ করছেন ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: মিয়ানমার স্বীকার করেছে, তাদের ফরমে ভুল আছে। এটা সংশোধন করবে। তারা রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতেও রাজি হয়েছে। সুতরাং, এটা একটা বড় অর্জন। 

বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে 'সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা' শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।  

ড. এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শক্তিশালী আলোচনা হয়েছে।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ কমিশন করা হবে। যাতে তারা তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায়।  

মন্ত্রী বলেন, তারা যাচাই-বাছাই করে জাতীয় পরিচয়পত্র দেবে। তারপর পর্যায়ক্রমে তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে।  

তিনি আরও বলেন, এটা আমাদের জন্য বড় একটা অর্জন। রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব আমাদের পাশে রয়েছে। আশাকরি, প্রত্যাবাসনের কাজ দ্রুত শুরু হবে।

 

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।