জানা যায়, কিডনি রোগে অসুস্থ হয়ে নুরুল আমিন গত আট বছর ধরে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিম মো. মহসিনউল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। দু’টি কিডনিই অকেজো হওয়ায় এখন দ্রুততম সময়ের মধ্যে তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে।
তার স্ত্রী খোদেজা আক্তার সুমি জানান, এমন পরিস্থিতিতে তিনিই একটি কিডনি তার স্বামীকে দিতে চান। চিকিৎসকরা জানিয়েছেন আরও ১৫-২০ লাখ টাকা খরচ হতে পারে। কিন্তু তার কাছে কোনো টাকা নেই। অসুস্থ হওয়ার পর থেকে ইতোমধ্যে ১২-১৪ লাখ টাকা ব্যয় করেছেন।
সুমি আরও জানান, দুই শিশু সন্তান ৫ম শ্রেণি পড়ুয়া বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস মিশু (১১) ও ২য় শ্রেণি পড়ুয়া জান্নাতুল মাওয়াকে (৮) অর্থাভাবে কষ্টে দিন কাটাচ্ছেন তারা।
এ অবস্থায় নুরুল আমিনের জীবন বাঁচাতে এলাকাবাসীসহ সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা- (রকেট) ১৮৭৪৫৩০০৮৮-৩, (বিকাশ) ০১৮৭৪৫৩০০৮৮, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড (হিসাব নম্বর- ৭০১৭৫১৬৬৩৮৩৯০)।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এসএইচডি/এবি/এএ