বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে 'সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা' শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবেই পানির বাঁধ খুলে দিয়েছে ভারত।
আরও পড়ুন>>>রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে রাজি মিয়ানমার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, আপনারা ভারতের অবস্থান জানেন, আমাদের অবস্থান কী সেটাও জানেন। সুতরাং, ভারত সফর ফলপ্রসূ হবে।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
টিএম/এএ