মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ফরিদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিবেশী সোহাগ হোসেন বাংলানিউজকে জানান, নাজমুল গত শুক্রবার জ্বরে আক্রান্ত হন।
নাজমুল মাগুরা সদরের বরুণাতৈল গ্রামের আব্দুর রশিদ মোল্যার ছেলে। তিনি শহরের পারনান্দুয়ালী মসজিদ মার্কেট এলাকায় ভাঙ্গারীর ব্যবসা করতেন।
নাজমুলসহ এ পর্যন্ত মাগুরায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন হচ্ছেন- সদরের পুটিয়া গ্রামের জয়া সহা, ধরহরা চাঁদপুর গ্রামের কলেজছাত্র সুমন মোল্লা, নিরাপত্তা কর্মী জয়নাল শরীফ।
এ পর্যন্ত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে ৫ জন ভর্তি আছেন। যারা সবাই স্থানীয়ভাবে আক্রান্ত বলে জানিয়েছেন হাসাপাতালে পরিচালক ডা. স্বপন কুমার কুণ্ডু।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
আরএ