ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু সাইমন বাঁচতে চায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু সাইমন বাঁচতে চায়

ঢাকা: ন’বছরের শিশু মাহমুদুর রহমান সাইমন দীর্ঘদিন ধরে হেপাটাইটিস-সি ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তার বাবা কুমিল্লার মনোহরগঞ্জ ‍উপজেলার পোমগাঁও গ্রামের মাইনুর রহমান একজন বেসরকারি কোম্পানির চাকুরে। 

এই রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিদিনই তার চিকিৎসাবাবদ খরচ প্রায় ৫ হাজার টাকা।

 

কিন্তু এ অবস্থায় ছেলের চিকিৎসা খরচ মেটানো বাবা মাইনুরের পক্ষে সম্ভব হচ্ছে। সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি।  

মাইনুর রহমান বলেন, সন্তানের চিকিৎসা করে এরই মধ্যে আমার সবই শেষ হয়ে গেছে। তাই আমার ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তশালীদের প্রতি আকুল আবেদন জানাই।  

সাহায্য পাঠানোর ঠিকানা: 
মো. মাইনুর রহমান
হিসাব নম্বর: ০০১৮০৩১০০১৪৪৪৫
যমুনা ব্যাংক লিমিটেড
বৈদেশিক বাণিজ্যিক শাখা, ঢাকা।  
বিকাশ অ্যাকাউন্ট নং-০১৭১৮৪৬৮৮২২ 

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।