ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মার পানি বিপদসীমার ওপরে, পাবনায় নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
পদ্মার পানি বিপদসীমার ওপরে, পাবনায় নিম্নাঞ্চল প্লাবিত

পাবনা: পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাবনা পানি উন্নয়ন বোর্ড।

বুধবার (০২ অক্টোবর) বেলা ১২টায় পদ্মা নদীর পানি বিপদসীমার ১৪ দশমিক ২৮ সেন্টিমিটার অতিক্রম করে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার।

 

এদিকে, পদ্মায় পানি বাড়ার কারণে পানিবন্দি হয়ে পড়েছে ঈশ্বরদী উপজেলার তিনটি ইউনিয়নের বেশকিছু গ্রামের নিন্মাঞ্চলের মানুষ। ডুবে গেছে শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসল। অনেকে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু এলাকার স্বজনদের বাড়িতে।

পাবনা কৃষি বিভাগের তথ্যমতে, পাবনায় পদ্মানদীর পানি বাড়ার কারণে প্রায় ১৭শ’ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শীতের আগাম সবজির। কৃষকেরা কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে গেছে ফসলের মাঠ।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজহার আলী বাংলানিউজকে বলেন, এবারের আকস্মিক বন্যায় পাবনায় প্রায় সাত কোটি টাকার মতো ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ১৭৩০ হেক্টর। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারিভাবে যেকোনো ধরনের সহযোগিতা এলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের অবশ্যই দেওয়া হবে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, উজানে অতিবৃষ্টি এবং ভারতের বেশকিছু অঞ্চলে বন্যার কারণে গঙ্গা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি বাড়লেও ভয়াবহ বন্যার কোনো ধরনের আশঙ্কা নেই। কিছুদিনের মধ্যে পানি নেমে যাবে। বুধবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত দুই সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার অর্থাৎ ১৪ দশমিক ২৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাবনা জেলার ১৫৮ কিলোমিটার শহর রক্ষা অর্থাৎ মুজিব বাঁধ রয়েছে যা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।