বুধবার (০২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার পূর্ব বিছনদই গ্রামের সোলেমান মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রেললাইনের ধারে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান আরফিনা। কিছুক্ষণ পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন এলে ছাগলটিকে বাঁচাতে যান তিনি। এ সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আরফিনা।
লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
আরএ