ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

উলিপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
উলিপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর পুকুর থেকে উমর আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় উলিপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর পৌরসভার পাঠান পাড়া গ্রামের বাসিন্দা।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে সবার অজান্তে বাড়ি থেকে বের হন। স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুরে উমর আলীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করলে স্বজনরা উমর আলীর মরদেহ শনাক্ত করেন।   

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।