ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

যমুনায় ডাবল লাইনের রেলসেতুর নির্মাণকাজ শুরু জানুয়ারিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
যমুনায় ডাবল লাইনের রেলসেতুর নির্মাণকাজ শুরু জানুয়ারিতে

টাঙ্গাইল: রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, রেলের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি রয়েছে। আমরা চেষ্টা করছি ভালো ব্যবস্থাপনা করার। যতবেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবো ততবেশি রেলখাত উন্নত করতে পারবো। এতে করে যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর সমাধান হয়ে যাবে।

বুধবার (০২ অক্টোবর) সকালে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারিতে যমুনা নদীর ওপরে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের কাজ শুরু হবে।

এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেললাইন হবে। আর এই লাইনের কাজ শেষ হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগসহ রেলের শিডিউল আর বিপর্যয় হবেনা।

সাম্প্রতিক ক্যাসিনো কর্মকাণ্ড নিয়ে মন্ত্রী বলেন, কোনো দল যখন ক্ষমতায় আসে তখন যারা দল করেনা তখন সবাই দাবি করে আমি দল করি। বর্তমানে যারা ক্যাসিনো ব্যবসার জন্য ধরা পড়েছেন তাদের পুরনো অতীত কিন্তু বিএনপির সঙ্গে সম্পর্ক রয়েছে। বিএনপির ছাত্রদল, যুবদল এমনকি রেলওয়ে শ্রমিকলীগে যারা এখানে আছেন তারাও আগে বিএনপিতে ছিলেন। এখন তারা আওয়ামী লীগ হয়ে গেছে। যারা দলে প্রবেশ করে অপর্কম করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রাবিরতি শেষে পুনরায় জামালপুরের উদ্দেশে রওনা হন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম। এসময় রেলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।