বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (৩ অক্টোবর) চারদিনের ভারত সফরে যাচ্ছেন। সফরকালে ঠিক কতটি সমঝোতা চুক্তি সই হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে ১০-১২ টি সমঝোতা চুক্তি সই হতে পারে।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেবেন। আগামী ৫ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে আলোচনা শেষে যুব ও ক্রীড়া, সংস্কৃতি, নৌ পরিবহন, অর্থনীতি, সমুদ্র গবেষণা, পণ্যের মান নির্ধারণ, বাণিজ্য, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাখাতে একাধিক সমঝোতা সই হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সীমান্ত হত্যা প্রতিরোধ, উন্নয়ন-জ্বালানি খাতে সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ইত্যাদি নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী আগামী ৬ অক্টোবর সফর শেষে দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
টিআর/এএ
** প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে সোনিয়া গান্ধীর