বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার মুজিবনগর ইউনিয়নে চরলিউলিন বাংলাবাজার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এ সেবার উদ্বোধন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি স্বাস্থ্যসেবা ও শিক্ষা সেবা নিয়ে চরবাসীর সঙ্গে ১৫ মিনিট কথা বলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত মুজিবনগর ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষ টেলিমেডিসিন ও ই-এডুকেশন সেবার আওতায় সুযোগ-সুবিধা ভোগ করবে। এই টেলিমেডিসিন এবং ই-এডুকেশন সেবা চালুর মাধ্যমে সারাদেশের ৪০টি বিচ্ছিন্ন চরাঞ্চলদ্বীপে এ সেবা চালু হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার আবদুস সালাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, নুরুল ইকরাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন প্রমুখ।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উদ্বোধন উপলক্ষে সারাদেশে ৪০টি দ্বীপে টেলিমেডিসিন এবং ই-এডুকেশন সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি