আটক মাদক ব্যবসায়ীরা হলেন-সদর উপজেলার নিশিন্দারা খা পাড়ার মৃত আ. আজিজের ছেলে আ. খালেক (৩৭) ও কৈপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে মো. আহসান হাবিব (৪২)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) দুপুরে বগুড়া সদর উপজেলার এসপি ব্রিজ এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টায় বগুড়া সদর উপজেলার এসপি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
কেইউএ/ওএইচ/