বুধবার (২ অক্টোবর) দুপুরে নগরের বরিশাল ক্লাবের সামনে অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, যাদের পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তারা সিটি কর হ্রাসের আওতায় থাকবে।
‘সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য নগর ভবনে যে স্পেশাল ডেস্ক খোলা হয়েছে, সেখানে মন্তব্য বই রয়েছে। সেবা বঞ্চিত হলে কিংবা কোনো অভিযোগ থাকলে লিখতে পারবেন। আর আশা করি সে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। ’
বরিশাল সিটি করপোরেশন ও সমাজসেবা অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আল মামুন তালুকদার প্রমুখ।
বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৪১৩ জন প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন। আজ তাদের মধ্য থেকে ২৭৬ জন অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়। যেখানে প্রতিমাসে ৭ শত টাকা হারে জুলাই ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত ২৩ লাখ ১৮ হাজার টাকার ভাতা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমএস/এইচএডি