বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ৩ অক্টোবর চার দিনের ভারত সফরে যাচ্ছেন। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বিভিন্ন কর্মসূচিতে যোগদানের পাশাপাশি সফরের শেষ দিন ৬ অক্টোবর তিনি ভারতের কংগ্রেস দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন।
সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
টিআর/এইচএ/