বুধবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার গজুকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-উপজেলার শেওলা আদর্শ গ্রামের মারুফ আহমদ (২৮) ও সিলটীপাড়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৩৩)।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বাংলানিউজকে জানান, পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারত থেকে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনইউ/ওএইচ/