ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অধিকার রক্ষায় মানবাধিকার কমিশনকে সোচ্চার হওয়ার আহ্বান 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
অধিকার রক্ষায় মানবাধিকার কমিশনকে সোচ্চার হওয়ার আহ্বান 

ঢাকা: নারী, শিশুসহ সংবিধান অনুসারে সব নাগরিকের অধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (২ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান নাছিমা বেগম ও কমিশনের অন্য সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিশনের অন্য সদস্যরা হলেন- ড. কামাল উদ্দীন আহমেদ, ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান ও চিংকিউ রোয়াজা।

সাক্ষাৎকালে স্পিকার মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে কমিশনকে বলেন, বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের অধিকার সংরক্ষণ করা হয়েছে। কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। নারী ও শিশুসহ সবার অধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে সোচ্চার হতে হবে।

কমিশনের দেওয়া বিভিন্ন প্রয়োজনীয় সুপারিশ সরকারকে উপকৃত করবে বলেও এ সময় উল্লেখ করেন স্পিকার। এছাড়া কমিশনের নবনিযুক্ত সদস্যরা কর্মজীবনের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

সাক্ষাৎকালে নাছিমা বেগম স্পিকারকে কমিশনের প্রথম বৈঠক সম্পর্কে অবহিত করেন। এছাড়া তিনি মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ, নিজ কার্যালয় নির্মাণ ও আধুনিকায়ন, বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে স্পিকারে সহযোগিতা কামনা করেন। স্পিকার শিরীন শারমিনও কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এসকে/এইচজে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।