বুধবার (২ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান নাছিমা বেগম ও কমিশনের অন্য সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের অন্য সদস্যরা হলেন- ড. কামাল উদ্দীন আহমেদ, ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান ও চিংকিউ রোয়াজা।
সাক্ষাৎকালে স্পিকার মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে কমিশনকে বলেন, বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের অধিকার সংরক্ষণ করা হয়েছে। কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। নারী ও শিশুসহ সবার অধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে সোচ্চার হতে হবে।
কমিশনের দেওয়া বিভিন্ন প্রয়োজনীয় সুপারিশ সরকারকে উপকৃত করবে বলেও এ সময় উল্লেখ করেন স্পিকার। এছাড়া কমিশনের নবনিযুক্ত সদস্যরা কর্মজীবনের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে নাছিমা বেগম স্পিকারকে কমিশনের প্রথম বৈঠক সম্পর্কে অবহিত করেন। এছাড়া তিনি মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ, নিজ কার্যালয় নির্মাণ ও আধুনিকায়ন, বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে স্পিকারে সহযোগিতা কামনা করেন। স্পিকার শিরীন শারমিনও কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এসকে/এইচজে