জয়নাল আবেদীন উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।
বুধবার (২ অক্টোবর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীদের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী বাজারে মোটরসাইেকেলের ধাক্কায় গুরুতর আহত হন জয়নাল আবেদীন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এফইএস/ওএইচ/