বুধবার (২ অক্টোবর) দুপুরে বরিশাল ক্লাবের সামনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কর মওকুফের কথা জানান।
মেয়র বলেন, যাদের বাড়িতে ছাদবাগান থাকবে তাদের ২ শতাংশ হারে সিটি কর মওকুফ করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে যে পরিকল্পনা হাতে নিয়েছেন এবং যে গতিতে এ অঞ্চলের উন্নয়ন হচ্ছে তাতে বরিশাল হবে উন্নত ও ব্যস্ততম একটি শহর। বিগত দিনে বরিশালে যেভাবে জুয়া-হাউজি চলতো তা বন্ধ হয়ে গেছে। এ ধরনের কাজে যারাই লিপ্ত হবেন সে যেই দলের লোকই হোক না কেন কোনো প্রশ্রয় দেওয়া হবে না। ভালো সকল কাজের সঙ্গে আমি আছি।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমএস/এইচএডি