ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বেহাল রাস্তায় ধান-মাছ চাষ করে প্রতিবাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
কুড়িগ্রামে বেহাল রাস্তায় ধান-মাছ চাষ করে প্রতিবাদ 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চলাচলের অযোগ্য হয়ে পড়ায় খানাখন্দে ভরা সড়কে মাছ ছেড়ে ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।

বুধবার (০২ অক্টোবর) উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটা বাজার সড়কে ব্যতিক্রমী এ প্রতিবাদের ঘটনা ঘটে। এ সময় খানাখন্দ ও কাদামাটি ভরা রাস্তায় মাছ ছেড়ে ও ধান রুয়ে মানুষজন ‘ধান ও মাছ চাষ করা হয়’ সাইনবোর্ড টানিয়ে দেয়।

 

এ ব্যাপারে স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই কচাকাটা বাজার সড়কের বড় বড় গর্তে পানি জমে পুকুরের মতো হয়ে যায়। কাদামাখা এ রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। গত কয়েক দিনের বৃষ্টিপাতে বরতমানে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তার এমন পরিস্থিতিতে চরম ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, ভারী যানবাহন না চলায় তাদের বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে। কিন্তু এ সংস্কারের দিকে খেয়াল নেই কর্তৃপক্ষের। তাই সড়কের মাছ চাষ ও ধান রোপণের এ প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে।  

কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজারগামী এ সড়কটিরর ফলে চরম ভোগান্তিতে পড়েছে কচাকাকাটা বালিকা উচ্চ বিদ্যালয় ও কচাকাটা উচ্চ বিদ্যালয় ও কচাকাটা কিন্ডার গার্টেনের ১৬ শতাধিক শিক্ষার্থী, কয়েকশ’ ব্যবসায়ী ও বাজারে আসা-যাওয়া করা হাজার হাজার মানুষ।  

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে কেদার ইউনিয়ন চেয়াম্যান মাহবুবুর রমান বাংলানিউজকে জানান, রাস্তাটির কিছু অংশ ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পাকা করা হয়েছে। আরও কিছু অংশ পাকা করার চেষ্টা চলছে।

উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর জানান, এ সড়কটি মূলত সরকারের কোনো বিভাগের তালিকায় নেই। ফলে এর জন্য নিয়মিত বরাদ্দ দেওয়া সম্ভব হয় না। স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় এডিপির বরাদ্দে কিছুটা অংশ পাকা করা হয়েছে। এডিপি ও এলজিএসপির বরাদ্দে বাকিটা পাকা করার জন্য চেয়ারম্যানকে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এফইএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।