বুধবার (০২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর স্মারক বক্তৃতামালায়’ তিনি এ বলেন।
শিল্পকলা একাডেমি আয়োজিত এ বক্তৃতামালায় ‘বঙ্গবন্ধুর পরিবেশ/প্রতিবেশ সচেতনতা: অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচার প্রতিবেশ-সমালোচনা’ শিরোনামে স্মারক বক্তৃতা দেন নাট্যকার অধ্যাপক আবদুস সেলিম।
শাহরিয়ার কবির বলেন, পৃথিবীর অনেক রাষ্ট্র দীর্ঘদিন সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের আগে শুরু করে ফিলিস্তিন ও তিব্বত এখনও স্বাধীনতার জন্য লড়াই করছে। সেখানে বাংলাদেশ মাত্র নয়মাসে স্বাধীন হয়েছে। এর পেছনে বঙ্গবন্ধুর একটি পূর্ব প্রস্তুতি ছিল। এর জন্য তিনি ছাত্রলীগের ভেতরে সিরাজুল ইসলাম দাদাভাই, আবদুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদকে নিয়ে নিউক্লিয়াস গঠন করেছিলেন। যারা ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে সশস্ত্র যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছিলেন।
আগরতলা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পথে আগরতলা মামলা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সঙ্গে সম্পৃক্তরা এখনও কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। তাদের মাত্র কয়েকজনই বেঁচে আছেন। তাদের কেন আমরা স্বাধীনতা পদক দেব না?
তিনি আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধকে স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের লোকজন দুইভাবে দেখে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ ইতিহাস রচনা করতে হবে। যা করতে গিয়ে সত্য ও মিথ্যা উভয় ধরনের তথ্য মিলবে। সেখান থেকে সত্য তথ্যটাই বেছে নিতে হবে। বিএনপিপন্থী অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন। সেসব ইতিহাস বাংলাদেশকে ৪৭-এ ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই লিখেছেন।
অধ্যাপক আবদুস সেলিম বলেন, বঙ্গবন্ধুর বেড়ে ওঠা প্রতিবেশের ঘনিষ্ঠ পরিচর্যায়। তার অনন্য এক সখ্যতা ছিল বাংলার প্রকৃতি, নদী ও পানির সঙ্গে। সে বোঝাপড়া অন্তরের গভীর টানে হয়তো তাকে কবি তৈরি করেনি, কিন্তু এমন একজন মানুষ তৈরি করেছে, যিনি প্রকৃতির প্রতিটি উপাদানের সঙ্গে সংবেদনশীল। যা তাকে একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলেছে। তিনি রাজনীতিবিদ ছিলেন, কিন্তু বিশ্বের অন্যান্য রাজনীতিবিদের মতো প্রতিবেশের প্রতি উদাসীন ছিলেন না। আজকের বিশ্বে প্রায় সব রাজনীতিবিদই পরিবেশ বা প্রতিবেশ নিয়ে উদ্বিগ্ন। এর পেছনে কাজ করেছেন তথ্যপ্রযুক্তি ও পরিবেশ বিজ্ঞানীরা। কিন্তু বঙ্গবন্ধুর পরিবেশের প্রতি সহমর্মিতা ছিল অন্তর্জাত, আরোপিত নয়। যার প্রমাণ মেলে তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুইটিতে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ডিএন/টিএ