ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কিশোরী ধর্ষণ মামলার আসামি জামালকে (১৯) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের চরলক্ষীপুরা আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে জামাল। এ ঘটনায় ১ অক্টোবর ধর্ষিতার মামা ফরিদ মিয়া বাদী হয়ে কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শিপন মিয়া পলাতক রয়েছে। শিপন ওই এলাকার জোহর আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।