বুধবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে জামাল। এ ঘটনায় ১ অক্টোবর ধর্ষিতার মামা ফরিদ মিয়া বাদী হয়ে কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শিপন মিয়া পলাতক রয়েছে। শিপন ওই এলাকার জোহর আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ওএইচ/