শাহদাতের পরিবার দস্যুদের দেওয়া নির্দিষ্ট বিকাশ নম্বরে দু’দিন আগে মুক্তিপণের টাকা পাঠানোর পর পাঁচদিনের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বুধবার (০২ অক্টোবর) বাড়ি ফেরেন তিনি।
এরআগে, দস্যুরা মুক্তিপণের টাকা বুঝে নিয়ে মঙ্গলবার (০১ অক্টোবর) লোকালয়ের দিকে ফিরে আসা একটি জেলে নৌকায় শাহদাতকে উঠিয়ে নেয় দস্যুরা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সুন্দরবনের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রায়মঙ্গল নদী সংলগ্ন হোগলডাঙা এলাকা থেকে দুই নৌকার চার জেলের মধ্য থেকে শাহাদাত হোসেনকে (৩০) অপহরণ করে দস্যুরা। নিজেদের জিয়া বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অপহরণকারী দস্যু দলটি নির্ধারিত বিকাশ নম্বরে ফিরতি জেলেদের হাতে উঠিয়ে দিয়ে তিনদিনের মধ্যে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করে।
এদিকে, ফিরে আসা জেলের বরাত দিয়ে মহাজন আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী বাংলানিউজকে জানান, বনদস্যুরা শাহাদাতকে মারপিট করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৬ সেপ্টেম্বর তিন জেলের সঙ্গে মাছ শিকারে সুন্দরবনে যান শাহাদাত হোসেন।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি